বিশ্বের অন্যতম এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজিং প্লাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। গত কয়েক বছর ধরেই কয়েকগুণ হারে এই প্লাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে হু হু করে। ব্যক্তি গত ম্যাসেজিং সহ যেকোনো ধরনের অফিসিয়াল কার্যক্রম এর তথ্য আদান-প্রদানের মত সব ধরনের মেসেজই করা হচ্ছে এই প্লাটফর্ম ব্যবহার করে। হোয়াটস্যাপ এর মাধ্যমে ছবি আদান-প্রদান সহ ভিডিও, ফাইল এমনকি লোকেশন শেয়ারও করা যায়। তাই অন্যান্য মেসেজিং অ্যাপ এর থেকে হোয়াটস্যাপ আলাদা জায়গা দখল করে নিয়েছে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য, চ্যাটিং এমনকি একাউন্ট সুরক্ষিত রাখার জন্য অনেক ফিচার নিয়ে এসেছে। যার ফলে ব্যবহারকারীরা আলাদা নিরাপত্তা পাচ্ছে। তবুও ব্যবহারকারীদের বিভিন্ন অসতর্কতা মূলক ব্যবহারে হোয়াটসঅ্যাপ এর বিভিন্ন তথ্য পাবলিকলি চলে আসতে পারে। তাই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করুন:
টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করুন। হোয়াটসঅ্যাপ এর প্রধান প্রধান সুরক্ষা গুলোর কথা বললে প্রথমেই চলে আসে হোয়াটসঅ্যাপের নিজস্ব টু ভেক্টর অথেনটিকেশন সিস্টেম। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করা থাকলে আপনার নাম্বার দিয়ে নতুন কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগইন করার সময় বা রেজিস্টার এর সময় ছয় সংখ্যার একটি পিন যাবে, যেটি আপনি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ইনেবল করার সময় ব্যবহার করেছিলেন। এই ছয় সংখ্যার পিনটি কাউকে জানাবেন না এবং সংখ্যাগুলো এলোমেলোভাবে দেওয়ার চেষ্টা করুন যাতে করে, যে আপনার হোয়াটসঅ্যাপ লগইন করার চেষ্টা করবে সে যাতে অনুমান করতে না পারে। ছয় সংখ্যার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ইনেবল করার জন্য নিচের ধাপ গুলো ফলো করুন।
চ্যাটজিপিটি নিয়ে বিস্তারিত পড়ুন।
ফিশিং লিংক এড়িয়ে চলুন:
হোয়াটস্যাপ ব্যবহারকারীরা প্রায়শই স্ক্যামারদের বিভিন্ন ফিশিং লিংকের খপ্পরে পরেন। তাই অপরিচিত বা পরিচিত যে কেউই আপনাকে কোন বার্তার মাধ্যমে বা বার্তা ছাড়াই সন্দেহজনক লিংক প্রেরণ করলে অবশ্যই সেটি এড়িয়ে চলুন। না হয় আপনার চ্যাট লিস্ট, কল লিস্ট সহ ব্যক্তিগত অনেক কিছুই প্রকাশ্যে আসতে পারে। যার ফলে আপনার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও খুবই সতর্কতা অবলম্বন জরুরী। বিশেষ করে যে কোন লিংকে চোখ বুজে ক্লিক করা থেকে বিরত থাকুন। আর যদি আপনার একান্তই দরকার পড়ে তাহলে কপি করে ইনকগনিটো ব্রাউজারে পেস্ট করে লিংকটি ব্রাউজ করতে পারেন।
আপনার ফেইসবুক মেসেঞ্জার (Facebook Messenger) টি যেভাবে সিকিউর (Secure) রাখবেন।
হোয়াটস্যাপ লিংকড করা আছে কিনা পরীক্ষা করুন:
আপনি সাধারণত যে ডিভাইস গুলো ব্যবহার করেন সেই ডিভাইস গুলোতে হোয়াটস্যাপ লিংক করা আছে কিনা চেক করুন। আপনার মোবাইল নম্বরটি দিয়ে আপনি কোথায় কোথায় আপনার হোয়াটসঅ্যাপ লিংক বা লগইন করে রেখেছেন। সেটি আপনার ফোন থেকে চেক করতে পারবেন। আপনার ব্যবহৃত কোন ডেস্কটপ বা ল্যাপটপে যদি আপনার হোয়াটসঅ্যাপটি লিংক করা অর্থাৎ লগইন করা দেখতে পান। তাহলে সাথে সাথে রিমুভ করে দেন। যেমন হতে পারে আপনার অফিসের পাবলিক একটা কম্পিউটারে আপনার পার্সোনাল হোয়াটস্যাপ লগইন করা সেটি চাইলে যে কেউই আপনার অগোচরে ব্যবহার করতে পারবে। তাই আপনার সাথে থাকা ডিভাইস ছাড়া সবগুলো ডিভাইস থেকে লগড আউট করেন।